মোস্তাফিজুর রহমান: গাইবান্ধার সাঘাটায় পুলিশের চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সাঘাটা উপজেলার উল্যাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভরতখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আজাদ শীতল এবং
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস নজম। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম। তবে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ, যার অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi