ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল যাওয়া এখন আরও সহজ হয়েছে। তবে ঝামেলা এখন শুধু গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে। অভিযোগ রয়েছে, ঢাকা-উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী বাস থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই যত্রতত্র যাত্রী ওঠানামা চলে। মহাসড়কের দুপাশে অসংখ্য মুদির দোকান গড়ে উঠলেও ঈদের আগে অপসারণে সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি। তবে ঈদযাত্রার যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি হাইওয়ে ও জেলা পুলিশ সদস্যরা চেষ্টা করেন।
সরজমিনে শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ তৎপর থাকলেও থেমে থেমে যানবাহন চলছে। ঈদের আগেও সওজের রাস্তা সম্প্রসারণ ও চারলেন নির্মাণের কাজ চলছে। একদিকে মহাসড়ক সংকুচিত হয়েছে। তার ওপর মহাসড়কে চার লেন সম্প্রসারণের কাজ চলছে। তার ওপর যত্রতত্র ওঠানামা এবং পলাশবাড়ীর পশ্চিম থেকে পূর্ব দিকে গাইবান্ধা অভিমুখে বাস চলাচলেও কৃত্রিম যানজটের সৃষ্টি হচ্ছে। একই দৃশ্য গোবিন্দগঞ্জেও। সেখানেও সওজের চারলেন রাস্তা নির্মাণ কাজ চলছে। গোবিন্দগঞ্জের বাম লেন থেকে পশ্চিম দিকে দিনাজপুর অভিমুখেও চলাচল শুরু হয়েছে। সেখানেও থেমে থেমে চলছে যানবাহন। নির্মাণ কাজের কারণে হ য ব র ল অবস্থা।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi