গাইবান্ধার ফুলছড়িতে গল্প শোনানোর লোভ দেখিয়ে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০)কে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির পুত্র। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের বাসিন্দা ও কিসামত ধলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) গল্প শোনানোর কথা বলে কৌশলে ওই শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সুযোগ বুঝে বৃদ্ধ বিষা শেখ মেয়েটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটি তার হাত থেকে মুক্তি পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বাবামায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ নিজের দোষ স্বীকার করে বলেন, শয়তানের প্ররোচণায় একাজ করেছি। পরে জনতা আটক বৃদ্ধের বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ফুলছড়ি থানার পুলিশ জানায়, ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার রাত ১০টার দিকে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, ঘটনা জানার পর পুলিশ অভিযুক্ত বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। ভিকটিম ও তার পরিবারের লোকজনকে থানায় এসেছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান ।
এদিকে ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi