নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত সাময়িক বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হককে জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
আদালত থেকে কারাগারে নেয়ার সময় সাংবাদিকরা ফুটজে আনতে গেলে আসামি পুলিশ সুপার তাদের ওপর হামলা করেন। পরে বেলা ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর কারাগারে না রেখে কোর্ট পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসতে দেন। পরে দুপুর ১ টা ৪০ মিনিটে ওই রুম থেকে কারাগারে নেয়ার জন্য আসামিকে বের করেন। গণমাধ্যমকর্মীরা তার ছবি তুলতে গেলে আসামি তাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে বেসরকারি টেলিভিশনের বেশ কয়েকজন সাংবাদিক হাতে চোট পান। উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতে নিয়ে যায় পুলিশ।
হামলার প্রতিবাদে নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়। তারা দাবি করেন, অন্য আসামিদের মত সাবেক এসপি ফজলুল হককে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi