শামসুর রহমান হৃদয় : মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা বাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে।পরে মিছিলটি ক্যাম্পাস চত্বরে এসে
এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ চলাকালে মধ্যে বক্তব্য দেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, শিক্ষার্থী মুনতাসির রহমান, মো. আবু কাইয়ুম, আরাফাত হোসেন, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, মো. রিহান মিয়া, মোছা. কাজী আনিকা,সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। বক্তারা বলেন, ধর্ষকদের গ্রেফতার করে
দ্রæততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তারা আরও বলেন, অবিলম্বে
আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করবে বলে ঘোষণা দেন।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi