গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগের আলাদা দুটি ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) মাওনা এলাকায় মাদরসার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির শিক্ষক মালেকের বিরুদ্ধে। পরে গতকাল রাতে গণধোলাই দিয়ে তাকে পুলিশে দেয় স্থানীয় জনতা।
অন্যদিকে একইদিন সকালে বরমী ইউনিয়নের দরগা চালা এলাকায় এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও নিপীড়নের ভিডিও ধারণের অভিযোগ ওঠে আরমান নামে এক যুবকের বিরুদ্ধে। গতরাতে তাকেও আটক করেছে পুলিশ।
/এমএইচ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi