রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে। আগামীকাল রোববার (৯ মার্চ) ইফিতার মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (৮ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ইফতার মাহফিলটি পুনরায় কবে আয়োজন করা হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এতে বলা হয়, বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সাথে আগামীকাল রোববার যে ইফতার মাহফিলের হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi