প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ৮:২৮ এ.এম
রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় প্রাণ গেল নারী পথচারীর

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে এগারোটায় পলাশবাড়ী গাইবান্ধার আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত জোসনা বেগম (৫০) পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ওই মহিলার মৃত্যু হয়।এলাকাবাসী ও র্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi