গাইবান্ধার পলাশবাড়ীতে ঝর্ণা বেগম (১৯) নামের ৭ মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝর্ণাকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মামলা করেছেন ঝর্ণার পিতা শহিদুল ইসলাম।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায় , উপজেলার রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ঝর্ণার সাথে ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিকের সাথে বছর খানেক পূর্বে বিবাহ হয়।
ঝর্ণার পরিবার বলেন বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ঝর্ণাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন।
ঝর্ণার পিতা শহিদুল ইসলাম বলেন আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর সেখানে গিয়ে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পাই। আমার মেয়ে ৭ মাসের অন্তঃসত্বা ছিল, মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী গণউত্তরণ কে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য বোঝা যাবে। ঘটনায় আশিকের পিতা রেজ্জাক মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi