ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে একটি হাড়, এক পাটি জুতা এবং একটি জামা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।
সিআইডির টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানারে একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, হাড়, জুতা ও জামা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার গোপন বন্দিশালা আছে– এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। যদিও সেখানে থেকে কিছুই পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi