গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত চব্বিশ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল, ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
প্রথম দিনের অভিযানে রোববার দুপুর পর্যন্ত আটক করা হয় ১৩০৮ জনকে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi