কক্সবাজারের টেকনাফ পাহাড়ে অপহৃত পাঁচ যুবককে মুক্তিপণ আদায় করে দুইদিন পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী পাহাড়ের পাদদেশে ছেড়ে দেয়া হয়। এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বাহারছড়া ইউনিয়নের মাঝের শিয়া পাহাড় থেকে অপহরণ করা হয়। মুক্তি পেতে অপহৃত পাঁচ পরিবারকে গুণতে হয়েছে সাড়ে তিন লাখ টাকা। বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী জানান, অপহরণের পর বুধবার রাতেই স্বজনদের কাছে মুক্তিপণের জন্য ফোন দেয় দুর্বৃত্তরা। প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও পরে আলোচনার মাধ্যমে তিন লাখ ৪০ হাজার টাকায় সমঝোতা হয়। মুক্তিপণ দেয়ার পরই তাদের ছেড়ে দেয়া হয়। তবে মুক্তিপণের অর্থ কীভাবে এবং কার মাধ্যমে পৌঁছানো হয়েছে,তা স্বজনরা জানাতে চাননি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, দুইদিন আগে অপহৃত পাঁচজন যুবককে শুক্রবার ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে ছেড়ে দিতে মুক্তিপণ দিতে হয়েছে কিনা সেটা এখনো আমাদের জানা নেই। অপহরণের দিন থেকে পুলিশ তাদের উদ্ধার করতে পাহাড়ে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। যার ফলশ্রুতিতে সন্ত্রাসীরা তাদের দ্রুত ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ভুক্তভোগীরা আইনী কোন সহায়তা চাইলে দেয়া হবে।
গত বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্যা পাড়া থেকে ১৫ জন স্থানীয় লোক কাঠ সংগ্রহের উদ্দেশ্যে পাহাড়ে যান। স্থানীয় মাঝেরশিয়া সংলগ্ন পূর্ব পাহাড়ি এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের জিম্মি করে। পরে পাঁচজনকে আটক রেখে অন্যদের ছেড়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi