জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার পর থেকে তারা সেখানে জড়ো হতে শুরু করেন।
শাহবাগ জোনের ট্র্যাফিক সহকারী কমিশনার শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
শহীদ পরিবারের ৫ দফা দাবি হলো
১.প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে ১০ দিনের মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।
২.শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।
৩.শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা।
৪.শহীদ পরিবারের ন্যায্য সম্মানী শহীদ পরিবারের সাথে আলোচনা করে দেওয়া।
৫. শহীদ পরিবারের মাসিক সম্মানীর ব্যবস্থা দ্রুত করা।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi