গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারির ফলাফলে ষষ্ঠ শ্রেণির তালিকায় নাম এসেছে মোস্তাফিজুর রহমান নামে এক ছেলে শিক্ষার্থীর। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লটারির তালিকার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়।
প্রকাশিত ফলাফলের দেখা গেছে, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে মোস্তাফিজুর রহমানের। তার পিতার নাম মো. রেজাউল মিয়া ও মাতার নাম মোছা. রুবি বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। ভুলক্রমে এমনটা হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে তার ভর্তি বাতিল করা হবে।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi