আন্তঃধর্মীয় বন্ধন অটুট রাখতে সম্প্রীতির অভিযাত্রা বিষয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় পাবলিক
লাইব্রেরি ক্লাব অ্যান্ড মিলনায়তনে এই অভিযাত্রার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পিস ফ্যাসিলিটর গ্রæপ- পিএফজি এই অনুষ্ঠানের আয়োজন করে।
পিএফজির গাইবান্ধা সংগঠক প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক দল, ধর্মীয়,
সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে
হাঙ্গার প্রজেক্ট, রংপুরের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন সংক্ষিপ্ত বক্তব্যে সম্প্রীতির অভিযাত্রা তুলে ধরেন। পিএফজির বিপুল কুমার দাসের উপস্থাপনায়
বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রণজিৎ বকসী সূর্য্য, গাইবান্ধা
প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জাসদের সাধারণ
সম্পাদক জিয়াউল হক জনি, সাংবাদিক রিকতু প্রসাদ, পিএফজির
রেজাউন্নবী রাজু, আব্দুল হালিম আকন্দ, সোমা ইসলাম, রাবেয়া বেগম
গিনি, অঞ্জলী রাণী, খিলন রবিদাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রতিনিধি মো. মাসুদ রানা, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নাগরিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে
প্রতিবাদ কার্যক্রম গ্রহণ করতে হবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক
দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi