সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে আজ আইরিশদের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগ্রেসরা। শনিবার (৭ ডিসেম্বর) সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এর আগে প্রথম ম্যাচে আশা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭০ রানের টার্গেটে নেমে শতরানের রেকর্ড জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।
সিরিজে ফেরার বিষয়ে ইতিবাচক জাহানারা আলম বলেন, প্রথম ম্যাচে কিছু ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে এটি (প্রথম ম্যাচ) আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। আমাদের আরও দুই-তিনজন মিলে যদি রান করতে পারে তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।
পেসার জাহানারা আলমের প্রত্যাশা, ভুলগুলোকে সুধরে জয়ে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও আস্থা রাখছেন তিনি।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi