কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র রশিদুল ইসলাম (৩৭) এবং বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের পুত্র কামাল হোসেন খোকন (৪০)।
স্বজনরা জানায়, রাতে মোটরসাইকেলযোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুল ইসলামের এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান খোকন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi