নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে মোবারক হোসেন নামের এক যুবলীগ নেতার লাশ। আজ বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় মরদেহ ভেসে উঠে।
খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান। তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার তিনি নিখোঁজ হন। পর দিনে তার ভাতিজা শরিফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড যুবলীগের সদস্য। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর ফিরে আসেননি। না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে সন্ধান করেও তার খোঁজ পাননি। পরদিন রোববার তিনি সোনারগাঁ থানায় জিডি করেন। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশের খবর দেন। লাশ ভেসে উঠার খবর পেয়ে তারা মোবারক হোসেনের লাশ শনাক্ত করেন।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi