চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন নিহতের বাবা জামাল উদ্দিন।
মামলায় চন্দন আমান্দাস, শুভ কান্তি দাস রনকসহ ৩১ জনের নাম উল্লেখ করেছেন তিনি। আসামিরা সবাই সেবক কলোনির বাসিন্দা। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা করেছেন নিহতের ভাই। এতে ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৯ জন হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। আর ৭ জন এজাহারভুক্ত আসামি।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi