গাইবান্ধার পলাশবাড়ী থেকে পিস্তল, ম্যাগাজিন-গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ জুয়েল রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার (২৪ নভেম্বর) ভোরে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকা থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতার জুয়েল রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকায় তার ভগ্নীপতির বাড়ি অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এএফ/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi