আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে বাফুফে ভবনে শুরু হচ্ছে সকল আনুষ্ঠানিকতা।
নতুন সভাপতি তাবিথ আউয়ালের প্রথম সভায় আলোচ্যসূচির সংখ্যা ২৮টি। যা বিগত নির্বাহী কমিটির সভার তুলনায় সর্বোচ্চ সংখ্যক এজেন্ডা। নির্বাচনের পর প্রথম সভায় সাব কমিটি গঠন’সহ অন্যান্য আনুষ্ঠানিকতা হয়ে থাকে।
ফুটবলের উন্নয়ন’সহ আলোচ্যসূচির পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে প্রথম সভায়। সেই সাথে সাফজয়ী নারী ফুটবল দলের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়েও হবে আলোচনা। এছাড়া, ফিফা ফরোওয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে সূচিতে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi