গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বুধবার রাত সোয়া ৩টার দিকে হানিফ পরিবহনের একটি বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত সোয়া ৩টার দিকে বাস টার্মিনাল থেকে চোর চক্রের সদস্যরা হানিফ পরিবহন পরিবহনের একটি বাস চুরি করে নিয়ে যায়।
এ নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা
দিয়েছে।
এব্যাপারে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা জানান, কে বা কারা বুধবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে হানিফ
পরিবহনের একটি বাস চুরি করে নিয়ে যায়। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi