আড়াই মাসে ১৭ শতাংশ সূচকের পতন হয়েছে। পুঁজিবাজারের মূলধন প্রায় ১০ শতাংশ কমেছে। পুঁজি হারানো বিনিয়োগকারীরা উপায় না পেয়ে রাস্তায় নেমেছেন।
সংস্কারের দাবিতে সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করছেন তারা। তারা বলছেন, পুঁজি হারানোর এই মিছিল দীর্ঘতর হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রক ও কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত উদ্যোগ নেই।
দরপতনের প্রতিবাদ ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলতি অক্টোবরের শুরু থেকেই রাজধানীতে কর্মসূচি পালন করে আসছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ৩ অক্টোবর বিএসইসিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
গতকালও রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। সোমবার ফের মতিঝিলে ডিএসইর পুরোনো ভবনের সামনে কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, ১৫ বছরে অসুস্থ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে এনে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
কালের চিঠি /এএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi