গাইবান্ধা সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমানে আবদুল্লাহ আল নোমান (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জেলার সাদুল্যাপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি ।
বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, ফল ঘোষণার পর বাড়ি থেকে বের হয়ে কম্পিউটারের দোকানে এইচএসসির রেজাল্ট আনতে যান নোমান। পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করায় অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত ওই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ফেল করার কারণে ওই শিক্ষার্থী অভিমানে আত্মহত্যা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi