বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের লোকজন সরিয়ে দিতে হবে। নয়তো অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নাম হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বাজার সিন্ডিকেট থাকার কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজরা এখনও দেশে আছে, তারাই অস্থিরতা চালাচ্ছে।
এসময় তিনি, আন্তবর্তী সরকারকে নির্বাচন নিয়ে আরও স্পষ্ট নির্দেশনা দেয়ার আহ্বান জানান। ভোটের আগ পর্যন্ত এই সরকারের প্রতি সমর্থনও জানান বিএনপির এই নেতা।
কালের চিঠি /এএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi