জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ একেএম জারজিস কাদের, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম প্রমুখ।
সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ৬৪৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদেরমধ্যে ১০০ জন বিজয়ী হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi