কানপুর টেস্টে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এরপর টানা দুইদিন বৈরী আবহাওয়ার পাশাপাশি আউটফিল্ডে পানি জমে থাকায় মাঠে গড়ায়নি একটিও বল। সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিনে আবারও ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
৩৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪০* রান এসেছে মুমিনুলের ব্যাটে। ভারতের পক্ষে ২টি উইকেট তুলে নিয়েছেন আকাশ দিপ। বাকি উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
উল্লেখ্য, চেন্নাইতে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত।
কালের চিঠি /এএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi