কুষ্টিয়ার খোকসায় উপজেলায় মক্তব থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং বাকি তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যান।
নিহতরা হলেন- উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালন মিয়ার মেয়ে মারিয়া (১৪), তার বোন তানজিলা খাতুন (১৩), একই গ্রামের হেলাল মিয়ার মেয়ে জ্যোতি খাতুন (১০) এবং মো. হানিফ মণ্ডলের মেয়ে মিম খাতুন (১২)।
রোববার সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
দুর্ঘটনায় হতাহতের পর স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যানজটের সৃষ্টি হয়।
শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিলো শিক্ষার্থীরা। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যায়।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মাইক্রোবাস কতজন ছিলেন তা জানা সম্ভব হয়নি। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।
কালের চিঠি /কেএনকে
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi