নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে গুরুত্বর আহত যুবক মারা গেছেন। তবে পুলিশ বলছে, নিহত যুবক সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকা ভুক্ত আসামি ছিল।
শনিবার রাত ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহরস্থ ইসমাইল মুহুরীর বাড়ি থেকে ৪ যুবককে ছাত্র-জনতা গণপিটুনি দিয়ে একটি পাইপগানসহ যৌথ বাহিনীর কাছে সোপর্দ করেন।
নিহত মো. আব্দুস শহীদ (৪৩) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিন উল্যাহ মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, শানিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ইসমাইল মুহুরী বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা ঘেরাও করে ১টি পাইপগানসহ আব্দুস শহীদ (৪৩), মো. জামাল হোসেন (৪২), মো. জাবেদ (২৮) ও মো. রিয়াদ হোসেন (৩৬) নামে ৪ যুবককে আটক করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ১টি পাইপগানসহ আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে শহীদের মৃত্যু হয়।
সুধারাম থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জানতে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক তাদের পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য দেওয়া যায়নি।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহীন বলেন, নিহত ও আহতরা সবাই যুবলীগের নেতা-কর্মী। তাদের পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে আটক করা হয়েছে। নির্মমভাবে পিটিয়ে একজনকে মেরে ফেলা হয়েছে। এবং তিনজনকে আহত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ছাত্র-জনতা ঘেরাও করে চার জনকে আটক করে। শহীদ গণপিটুনিতে আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। নিহত ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটটি মামলা রয়েছে।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi