সব মামলা প্রত্যাহার করে দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলেছি নির্বাচনের জন্য যৌক্তিক সময় আমরা দেব। কিন্তু যৌক্তিক বলতে পূর্বের মতো দীর্ঘ সময় না। টালবাহানা না করে সংস্কার কাজ শেষ করে শিগগিরই নির্বাচন দেয়ার দাবি জানাই।’
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ চলে গেছে ঠিকই কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।’
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi