কানপুর টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে গোয়ালিয়রে যাবেন নাজমুল হোসেন শান্ত, রোহিত শর্মারা। বাংলাদেশে বেশ কিছু হিন্দুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে আগেই পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। বাংলাদেশের বিরোধিতা করে ম্যাচ বানচালে ৬ অক্টোবর গোয়ালিয়র বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ধর্মীয় সংগঠনটি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিটিআই। হিন্দু মহাসভার সহ-সভাপতি ড. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোয়ালিয়রে ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না।
সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় কর্মসূচীর আওতামুক্ত। গতকাল অবশ্য এর প্রতিক্রিয়া দেখায় তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। সেখানে এক রাস্তায় আগুণ জ্বালিয়ে প্রতিবাদ করে হিন্দু মহাসভার লোকজন।
যে কারণে সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়া ২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।
কালের চিঠি /এএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi