কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দফা দাবিতে গাইবান্ধা এটিআই-এ মঙ্গলবার ঘন্টাব্যাপি অবস্থান
কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটিআই’র কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। অবস্থান কর্মসূচি শেষে একটি
বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী
মুনতাসির রহমান, আল ইমরান, এম সাকিবুল ইসলাম সাকিব,
মেহেদী হাসান, সাকিব হাসান শিহাব, ফাহিম, জান্নাতুল নাইম মিতু, মারুফা আকতার, মাইশা আকতার ফাতেমা প্রমুখ।
বক্তারা, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যথায় পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমুহে উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট আসনের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi