নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় কারখানার ভেতরে থাকা অকেজো যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতে দেখা গেছে হামলাকারীদের।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় প্রায় অর্ধশত দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে লুটপাট চালায় এবং লুটপাট শেষে কারখানার ভেতর আগুন ধরিয়ে দেয়।
খাদুন এলাকার বাসিন্দা নজরুল বলেন, 'আমরা কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে বেরিয়ে আসি। কারখানার পেছন দিক থেকে দেখতে পাই ভেতরে অনেক মানুষ লুটপাট চালাচ্ছে ও আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ আসার পরে তারা পালিয়ে যায়। এলাকাবাসী কয়েকজনকে ধরে বেঁধে রেখেছে।'
কারখানার নিরাপত্তা প্রহরী হাফিজুর রহমান বলেন, 'বিকাল ৫টার দিকে কারখানের পেছনের কাঁটাতার ভেঙে কিছু লোক ঢুকে লুটপাট চালায় ও ওয়েস্টিজ সেকশনে আগুন ধরিয়ে দেয়। আমরা এলাকাবাসীর সহায়তায় কয়েকজনকে আটক করেছি।'
উল্লেখ্য, এনিয়ে চতুর্থ দফায় লুটপাটের ঘটনা ঘটল গাজী টায়ার্স কারখানায়। গত ৫ আগস্ট, ৮ আগস্ট, ২৫ আগস্ট লুটপাট চালানো হয় এই কারখানায়।
২৫ আগস্ট কারখানার ভেতরে অগ্নিসংযোগে প্রায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানায় নিখোঁজদের
স্বজনরা
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi