সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ৫ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। মাঠের ডান প্রান্ত দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক। সেখান থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান শেখ মোরসালিন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান। ম্যাচের ১৯ মিনিটে গোলের ভালো সুযোগ পায় তার। তবে গোলরক্ষক মিতুল মার্মার দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।

এরপর গোলের লক্ষ্যে আরও বেশ কিছু আক্রমণ করে ভুটান। অন্যদিকে লিড পেলেও ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। বল পজিশনে এগিয়ে থেকেও গোল পেতে ব্যর্থ হয় ভুটান। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দুই দলই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভুটান। বেশ কিছু আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে ভুটানের ফুটবলাররা। অন্যদিকে ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ পায় বাংলাদেশও। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন জনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, দুদলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়।

কালের চিঠি /এএফ

Tag :

মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

Update Time : ০৩:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ৫ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। মাঠের ডান প্রান্ত দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক। সেখান থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান শেখ মোরসালিন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান। ম্যাচের ১৯ মিনিটে গোলের ভালো সুযোগ পায় তার। তবে গোলরক্ষক মিতুল মার্মার দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।

এরপর গোলের লক্ষ্যে আরও বেশ কিছু আক্রমণ করে ভুটান। অন্যদিকে লিড পেলেও ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। বল পজিশনে এগিয়ে থেকেও গোল পেতে ব্যর্থ হয় ভুটান। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দুই দলই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভুটান। বেশ কিছু আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে ভুটানের ফুটবলাররা। অন্যদিকে ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ পায় বাংলাদেশও। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন জনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, দুদলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়।

কালের চিঠি /এএফ