নির্ধারিত শিক্ষার মান পূরণ না হওয়ায় ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষ’ শেষে বন্ধ করে দেয়া হয়েছে দুবাইয়ের তিনটি স্কুল। দুবাইয়ের শিক্ষা নিয়ন্ত্রকের মতে, ওইসব স্কুল শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেয়নি।’ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, দুবাই সরকারের মিডিয়া অফিস (জিডিএমও) আয়োজিত ‘মিট দ্য সিইও’ ইভেন্টের সময় নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এই তথ্য জানায়।
কেএইচডিএর মহাপরিচালক আয়েশা মিরানের মতে, দুবাইয়ের কেএইচডিএ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ মানের শিক্ষা সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ শেষে তিনটি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
কালের চিঠি /এএফ