নিজস্ব প্রতিবেদক।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট-গোবিন্দগঞ্জ সড়কের
চাঁদপুর বাজার এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিএনজি
চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সামাদ মিয়া (৫৪)
নামে এক চালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। নিহত সামাদ মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত ছিদ্দিক
মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা চাঁদপুর বাজার
এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি
অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক
সামাদ মিয়া নিহত হন। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন
নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করেছেন স্বজনরা।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi