অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক, এটা দ্রুতই পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. সালেহ উদ্দিন বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
অর্থ উপদেষ্টা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে। এছাড়া খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে।
কালের চিঠি / কনক
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi