দ্বিতীয় টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, নাহিদ রানার তোপে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পান হাসান আর নাহিদের শিকার ৪ উইকেট। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। রান তাড়ায় আগ্রাসী ব্যাটিং করেন জাকির। তবে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা।
রাওয়ালপিন্ডির মেঘে ঢাকা আকাশ হয়ে আছে থমথমে। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। জয় থেকে ১৪৩ রান দূরে টাইগাররা। সফরকারীদের হাতে অক্ষত আছে ১০ উইকেটের সবক’টি। ক্রিজে দুই ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত।
কালের চিঠি /এএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi