লা লিগায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জয়যাত্রা যেন থামছে না। এবার ঘরের মাঠেই বিধ্বস্ত হলো ভায়াদোলিদ। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। যা তার ক্যারিয়ারের প্রথম। চার ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল কাতালানরা।
গতকাল শনিবার (৩১ আগস্ট) ভায়াদোলিদের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে লিগ ম্যাচটি ৭-০ গোলে জিতেছে বার্সেলোনা। বড় ব্যবধানের জয়ের সুবাদে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত করেছে বার্সেলোনা। প্রথম চার ম্যাচ থেকে বার্সার মতো ১২ পয়েন্ট তোলার সুযোগ নেই আর কোনো দলেরই।
ম্যাচের ২০তম মিনিটে প্রথমবার জাল খুঁজে পায় বার্সা। পাউ কুবারসির কাছ থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপর ২৪তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন আরেক তারকা ফুটবলার রবার্ট লেভান্ডোভস্কি। অবশ্য এই গোলে অ্যাসিস্ট করেন ইয়ামাল। ২-০ গোলে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। যার সুবাদে প্রথমার্ধের বিরতির ঠিক আগমুহূর্তে রাফিনিয়ার অ্যাসিস্টে তৃতীয় গোল করেন ফরাসি তারকা কুন্দে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে কাতালানরা। ৬৪তম মিনিটে লেভান্ডোভস্কির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। আট মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়ে যান হ্যাটট্রিক গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। এই গোলেও অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।
এর বাকি সময়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি ভায়াদোলিদ। উল্টো ম্যাচের ৮২তম মিনিটে গোল করেন ব্যবধান বাড়ান ওলমো। মিনিট তিনেক পরে রাফিনিয়ার পাসে দলের হয়ে সপ্তম ও নিজের প্রথম গোল করেন তোরেস। সব মিলিয়ে ম্যাচে ১১টি শট লক্ষ্যে রেখে ৭টিতে গোল পায় বার্সা।
/আরএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi