সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে পলক

  • Raufuzzaman Fahim
  • Update Time : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩ Time View

পৃথক দুটি হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৬টায় জুনাইদ আহমেদ পলককে বাড্ডা থানায় সুমন সিকদার এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দেশিয়ে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

 

/আরএফ

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে পলক

Update Time : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

পৃথক দুটি হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৬টায় জুনাইদ আহমেদ পলককে বাড্ডা থানায় সুমন সিকদার এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দেশিয়ে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

 

/আরএফ