গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাটে শুক্রবার রাত সাড়ে
৩টায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাজারের একটি ইলেকট্রিক দোকানে ইলেকট্রিশিয়ান কাজ শেষে রাতে
বন্ধ করে বাড়ি চলে যায়। অসাবধানতাবশত দোকানে বৈদ্যুতিক বোর্ডের সাথে মোবাইল
ফোনের চার্জার লাগানো অবস্থায় ছিল। সেই মোবাইল চার্জার শর্ট সার্কিটের
মাধ্যমে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে
আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।
এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স¤পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে।
অগ্নিকান্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি মালামাল
ভস্মিভ‚ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi