নিজস্ব প্রতিবেদক।
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজার রাখার লক্ষ্যে র্যাব ব্যাপক অভিযান চালিয়ে
আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব শনিবার ভোর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ
উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি মালবাহী ট্রাকযোগে অবৈধ
মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় উপজেলার মোড় ফ্লাইওভারের পূর্ব পাশ
থেকে ৩০ কেজি গাঁজাসহ কুখ্যাত তিন মাদক ব্যবসায়িকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়িরা হচ্ছে নড়াইল জেলার অভয়নগর থানার হারুন অর রশিদের ছেলে মোঃ নাহিদ (২৭), একই এলাকার মকবুল বিশ্বাসের ছেলে ট্রাক হেলপার মোঃ নাজমুল বিশ্বাস ও নজরুল ইসলামের ছেলে মো. আব্বাস মোল্লা। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি শুকনো
গাঁজা, একটি মালবাহী টাটা ট্রাক এবং একটি মটর সাইকেল জব্দ করা হয়। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।