সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

“৭শ’র বেশি মানুষকে গুম করেছে আ. লীগ:” জাহিদ হোসেন

  • আলিফ সরকার
  • Update Time : ০৮:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • ৯ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তাদের আমলে ৭শ’রও বেশি মানুষকে গুম করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

জাহিদ হোসেন বলেন, ‘আয়নাঘর’-এর মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। তাদের আমলে ৭শ’রও বেশি মানুষকে গুম করা হয়েছে। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আমাদের শপথ নিতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

 

তিনি আরও বলেন, ভারতসৃষ্ট বন্যায় বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন। বন্যার্তদের পাশে বিএনপি রয়েছে। কয়েক বছর ধরে বিএনপি ত্রাণ কার্যক্রম দিয়ে আসছে।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা জমা পড়েছে। আড়াই কোটি টাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে।

 

কালের চিঠি /এএফ

Tag :

“৭শ’র বেশি মানুষকে গুম করেছে আ. লীগ:” জাহিদ হোসেন

Update Time : ০৮:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তাদের আমলে ৭শ’রও বেশি মানুষকে গুম করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

জাহিদ হোসেন বলেন, ‘আয়নাঘর’-এর মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। তাদের আমলে ৭শ’রও বেশি মানুষকে গুম করা হয়েছে। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আমাদের শপথ নিতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

 

তিনি আরও বলেন, ভারতসৃষ্ট বন্যায় বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন। বন্যার্তদের পাশে বিএনপি রয়েছে। কয়েক বছর ধরে বিএনপি ত্রাণ কার্যক্রম দিয়ে আসছে।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা জমা পড়েছে। আড়াই কোটি টাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে।

 

কালের চিঠি /এএফ