ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকত।পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাথে সাথে কক্সবাজারে বাড়ছে পর্যটকের সংখ্যা।
শুক্রবার (৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই সৈকতে ছিলো পর্যটকদের আনাগোনা। তবে, অন্যান্য সময়ের তুলনায় চাপ ছিলো কম। চলমান বন্যা পরিস্থিতির কারণে, বেশ কিছুদিন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় এমন পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা।
পর্যটকরা জানান, আজকের পরিবেশ একটু বেশিই সুন্দর লাগছে। আকাশ আর সমুদ্রের সৌন্দর্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। বন্যায় যে যাতায়াতের সমস্যা ছিলো এমন কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তারা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন এবং সারাদেশে চলমান বন্যায় প্রায় পর্যটকশূণ্য হয়ে পড়েছিল কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা। বন্যা পরিস্থিতির উন্নতির আবার আবারও চেনা রূপে ফিরছে সর্ববৃহৎ এই সমুদ্র সৈকত।
কালের চিঠি /এএফ