রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন সপ্তাহের সামরিক অভিযানে ৫৯৪ রুশ সেনাকে আটক এবং ১০০টি বসতি দখলের দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার (২৭ আগস্ট) কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেকসান্দর সিরস্কি এমন দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের এক হাজার ২৯৪ বর্গ কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের সেনাদের দখলে। আগে থেকে ধারণকৃত এক বক্তব্যে সিরস্কি জানান, কুরস্ক অঞ্চল থেকে রাশিয়া সেনা সরিয়ে নিচ্ছে। ইউক্রেনের দক্ষিণে তাদের কার্যক্রস হ্রাস করেছে।
কমান্ডার সিরস্কি আরও বলেন, কুরস্ক অপারেশনের ফলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক সেনা সরিয়ে নিয়েছে। অন্যদিকে, এখন পর্যন্ত সেখানে আমাদের প্রায় ৩০ হাজার সেনা পাঠানো হয়েছে। আর এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে ইউক্রেনীয় সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার ভেতরে বিদেশি সেনাবাহিনীর সবচেয়ে বড় অনুপ্রবেশ।
কালের চিঠি / এএফ