শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের দোসর রয়েছে এমন অভিযোগ এনে সন্ধ্যা সাতটার মধ্যে আবাসিক হল ছাড়ার আলটিমেটাম দেওয়া হয় স্থানীয়দের পক্ষ থেকে।সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে স্থানীয় লোকজন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে অবস্থান নেওয়া শুরু করেন।
এসময় তারা ছাত্রলীগ ও স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে ছাত্রলীগের দোসরেরা ক্যাম্পাসে বিভিন্ন অপরাজনীতির চেষ্টা চালিয়ে মানুষকে খুন, গুম হত্যার সাথে লিপ্ত ছিল। ছাত্রলীগের একটা চক্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এখন ও তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেন এবং সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে দিতে হবে আল্টিমেটাম দেন তারা। এ সময় স্থানীয় লোকজনের সাথে সিলেটের ঐ এলাকার ওয়ার্ডের কাউন্সিলর ও উপস্থিতি ছিলেন।
এদিকে হলের সাধারণ শিক্ষার্থীরা বলেন, এর আগে গত ২২ আগস্ট মধ্যরাতে কিছু দুষ্কৃতিকারী ছাত্রদের আবাসিক হলগুলোর সামনে এসে শোডাউন দেয়। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে শুক্রবারের মধ্যে হল ছাড়ার আল্টিমেটাম দেয়। তখন সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। শুধু তাই নয়, সেনাবাহিনীও আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের হলে থাকতে বলেন। কিন্তু স্থানীয়রা নতুন করে আজ মিছিল-শোডাউন দিয়ে ছাত্রদের বের হয়ে যেতে বলছেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান আহমেদ বলেন আমি আমার ২ বছরের হল জীবনে কখনো ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম না এবং আন্দোলনের শুরু থেকেই আমি আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছি। আন্দোলনে ছিলাম বলে তখন পুলিশ প্রশাসন আমাদের হল থেকে বের করে দিয়েছিল। আজ স্বাধীন দেশে স্বাধীনভাবে যখন আমরা হলে অবস্থান করলাম বহিরাগতরা এসে হুমকি দিয়ে আমাদের হল থেকে বের করে দিল। আজ আমাদের জোড়করে হল থেকে বের করে দেয়া হলো আমরা এখন কোথায় যাব। আমরা তো আমাদের ক্যাম্পাসের সংস্কারের জন্যই ক্যাম্পাসে এসেছিলাম আজ দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিরাগতরা এসে যেভাবে বের করে দিল এটা এ জাতির জন্য লজ্জার