সরকার বিরোধী আন্দোলনে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল ছিল গাইবান্ধা । বিক্ষোভ মিছিলের মধ্যেই একদল মানুষ সড়ক বিভাজকে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো শতাধিক গাছের মুল কান্ড ও ডাল ভেঙে ফেলায় নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেয় ভালোবাসি বৃক্ষ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল ৬ ই আগষ্ট বন বিভাগের সহযোগিতায় গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক বিভাজকে প্রায় শতাধিক বৃক্ষ রোপন করে সংগঠনটি ।
এসময় উপস্থিত ছিলেন ভালোবাসি বৃক্ষের পরিচালক রাইয়ান রিফাত, সদস্য সিয়াম , আয়াত সরকার, বিলাস। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সহ সভাপতি শেখ মোশাররফ হোসেন ও নাজমুল হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির পরিচালক রাইয়ান রিফাত বলেন , আপনারা সবাই অবগত আছেন যে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে গাইবান্ধার প্রাণ কেন্দ্রে অবস্থিত রোড ডিভাইডারে লাগানো অনেক গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। উক্ত জায়গায় পুনরায় নানা জাতের চারা লাগিয়ে নতুন রুপে আমাদের শহরকে দেখতে চাই তারই ধারাবাহিকতায় ভালোবাসি বৃক্ষ কর্তৃক বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।