সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’ লিখেছে, ‘বাংলাদেশের নেতা #শেখ হাসিনা তার দেশে সংঘাতময় পরিস্থিতির মধ্যে লন্ডন যাওয়ার পথে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পিএমমোদি এর সাথে সাক্ষাৎ করেছেন।’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (৫ আগস্ট) ভারতে যাওয়ার পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে ভারতীয় গণমাধ্যম 'দ্য হিন্দু' লিখেছে, 'বাংলাদেশের নেতা #শেখ হাসিনা তার দেশে সংঘাতময় পরিস্থিতির মধ্যে লন্ডন যাওয়ার পথে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করার পর, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর #পিএমমোদি-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।'
এতে আরও বলা হয়, 'মি. জয়শঙ্কর প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জনাব মোদিকে অবহিত করেছেন বলে ধারণা করা হয়। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।'
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi