সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জামাত – শিবিরকে প্রতিহত করতে দুই মিনিট লাগবে না

নিষিদ্ধ জামায়াত-শিবির এখন বিএনপির প্রেতাত্মাদের ওপর ভর করেছে। রাজপথ থেকে তাদের সরাতে দুই মিনিটও লাগবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

 

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউনের আওয়ামী লীগ কার্যালয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় স্বাগত জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

আব্দদুল্লাহ কায়সার বলেন, শুনেছি বিএনপি আওয়ামী লীগের ওপর ভর করে নিজেদের চামড়া বাঁচানোর জন্য। এদের নিয়ে এত কথা কীসের আমি বুঝলাম না। আমাদের এখন নেত্রীর কথা মানতে হবে। দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে পরাশক্তির মোকাবিলা করতে হবে।

 

 

সভায় সোনারগাঁ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমরা দলের জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও রক্ত দিতে রাজপথে প্রস্তুত আছি আর থাকব। বর্তমানে একশ্রেণির হাইব্রিড আওয়ামী লীগ বিএনপি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বলতে চাই, চুপ আছি বলে ভাববেন না আমরা দুর্বল। আমরা মাঠে নামলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ককে, ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট-সেক্রেটারিকে হুমকি দিচ্ছেন। কে আপনাদের এত সাহস দিয়েছে। আপনাদের সতর্ক করে দেওয়া হচ্ছে, পরবর্তীতে যদি এমন কিছু করেন আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আরিফ হোসেন, ফিরোজ্জামান মোল্লা, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম,আলি আকবর মেম্বার, সেলিম মেম্বার, ডা. আতিকুল্লাহ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর যুবলীগ নেতা সাজিদ মাহবুব, আনিস, কামাল, ফজলে রাব্বি ও তৃণমূল আওয়ামী লীগের নেতাসহ স্থানীয়রা।

Tag :

জামাত – শিবিরকে প্রতিহত করতে দুই মিনিট লাগবে না

Update Time : ০৪:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

নিষিদ্ধ জামায়াত-শিবির এখন বিএনপির প্রেতাত্মাদের ওপর ভর করেছে। রাজপথ থেকে তাদের সরাতে দুই মিনিটও লাগবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

 

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউনের আওয়ামী লীগ কার্যালয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় স্বাগত জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

আব্দদুল্লাহ কায়সার বলেন, শুনেছি বিএনপি আওয়ামী লীগের ওপর ভর করে নিজেদের চামড়া বাঁচানোর জন্য। এদের নিয়ে এত কথা কীসের আমি বুঝলাম না। আমাদের এখন নেত্রীর কথা মানতে হবে। দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে পরাশক্তির মোকাবিলা করতে হবে।

 

 

সভায় সোনারগাঁ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমরা দলের জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও রক্ত দিতে রাজপথে প্রস্তুত আছি আর থাকব। বর্তমানে একশ্রেণির হাইব্রিড আওয়ামী লীগ বিএনপি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বলতে চাই, চুপ আছি বলে ভাববেন না আমরা দুর্বল। আমরা মাঠে নামলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ককে, ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট-সেক্রেটারিকে হুমকি দিচ্ছেন। কে আপনাদের এত সাহস দিয়েছে। আপনাদের সতর্ক করে দেওয়া হচ্ছে, পরবর্তীতে যদি এমন কিছু করেন আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আরিফ হোসেন, ফিরোজ্জামান মোল্লা, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম,আলি আকবর মেম্বার, সেলিম মেম্বার, ডা. আতিকুল্লাহ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর যুবলীগ নেতা সাজিদ মাহবুব, আনিস, কামাল, ফজলে রাব্বি ও তৃণমূল আওয়ামী লীগের নেতাসহ স্থানীয়রা।