বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শতাধিক ছাত্রসহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ফলে আগামী ১৭ ই আগষ্ট যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অষ্টিন শহর অনুষ্ঠিতব্য গ্লোবাল ভিলেজ বইমেলা -২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান পেছানো হয়েছে।
আজ ৩১ জুলাই বুধবার, বইমেলার আয়োজক কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন । উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে চলমান সংঘাতে প্রবাসী বাংলাদেশীরা উদ্বিগ্ন, এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতি উপেক্ষা করে বইমেলার মতো একটি জাঁকজমকপূর্ণ আয়োজন স্থগিত করা হলো ।
উল্লেখ্য, রিদম অফ গ্লোবাল ভিলেজের আয়োজনে ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিমল সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অষ্টিন শহরের দেশ বিদেশের খ্যাতনামা লেখকদের অংশগ্রহণে বই মেলার আয়োজন করা হয়। এদিকে বই মেলা শুরু হওয়ার মাস খানেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অবস্থানরত প্রবাসী বাঙালি লেখক ও সাহিত্য প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছিলো । তবে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাহিত্যের এই বড় আসরটি স্থগিত করে আয়োজক সংগঠন ।
রিদম অফ গ্লোবাল ভিলেজের চেয়ারম্যান ও অষ্টিন বইমেলার আয়োজক কবি বিমল সরকার বলেন, বইমেলাকে ঘিরে প্রবাসী বাঙালিদের মনে একধরনের উৎসব বিরাজ করছিলো । আমরাও বইমেলাকে জাঁকজমকপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম তবে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বছরের বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নেই । প্রবাসীরা যেন বাংলা সাহিত্য ও সংস্কৃতি ভুলে না যায় , সেজন্য আমরা প্রতিবছর বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছি।